Cheteshwar Pujara Shocking news: আগুন জ্বলছে টিম ইন্ডিয়ার নামী তারকার ঘরে! আচমকাই আত্মঘাতী পরম আত্মীয়…
প্রাক্তন ক্রিকেটার চেতেশ্বর পুজারার পরিবারে শোক, শ্যালক জিতের আত্মহত্যা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার চেতেশ্বর পুজারার (Cheteshwar Pujara) পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বুধবার সকালে রাজকোটে নিজের বাড়িতে আত্মঘাতী হন তাঁর শ্যালক জিৎ পাবারি (Jeet Pabari)। সকালে তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর সময় পুজারার শ্যালকের আত্মহত্যার নেপথ্যের কারণ এখনও সম্পূর্ণ পরিষ্কার না হলেও, প্রাথমিকভাবে পুলিস একটি আইনি জটিলতা ও মানসিক অবসাদের দিকে ইঙ্গিত করছে। ঘটনার বিবরণ ও পুলিসের তদন্ত রাজকোটের…

