বর্ষা আসতেই বাচ্চার জ্বর? দিশেহারা না হয়ে মনে রাখুন এই কথাগুলি
গ্রীষ্ম থেকে বর্ষায় পা রাখা একদিকে যেমন আরামের, অন্যদিকে তেমনই এ সময় শিশুদের জন্য ভিড় করে আসে মরশুমি অসুখের আশঙ্কা ৷ সর্দি, কাশি, জ্বরের মতো উপসর্গ দেখা দেয় শিশুর শরীরে ৷ এ সময় সন্তানের অসুস্থতা ঘিরে দিশেহারা হয়ে পড়েন বাবা মায়েরা ৷ আমাদের মস্তিষ্কের হাইপোথ্যালামাস শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে৷ গবেষণায় দেখা গিযেছে যখন বাইরের কোনও জীবাণু আমাদের শরীরকে আক্রমণ করে তখন হাইপোথ্যালামাস শরীরের তাপমাত্রা বাড়িযে দেয় ৷ অর্থাৎ সেটা সংক্রমণের নির্দেশ ৷ বাচ্চার জ্বর এলে বিচলিত না হয়ে কিছু…