শাহরুখ থেকে রাজামৌলি, বিশ্বের বর্ষসেরা শত প্রভাবশালীর তালিকায় যে তারকারা
মুম্বই : শাহরুখ খান থেকে এসএস রাজামৌলি। সলমান রুশদি, জো বাইডেন, ইলন মাস্ক। বিশ্বের বর্ষসেরা প্রভাবশালী একশো জনের তালিকায় স্থান পেলেন তারকারা। টাইম ম্যাগাজিনের ২০২৩ সালের সবথেকে প্রভাবশালী একশো জনের তালিকায় স্থান পেয়েছেন একাধিক তারকা। শাহরুখ খানের (Shah Rukh Khan) প্রোফাইল প্রসঙ্গে দীপিকা পাড়ুকোন তাঁর মতামত রেখেছেন। একসঙ্গে চারটি সিনেমায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁদের। অন্যদিকে, এসএস রাজামৌলি (SS Rajamouli) প্রসঙ্গে তাঁর মন্তব্য রেখেছেন আলিয়া ভট্ট। পাশাপাশি ২০২৩ সালের টাইম ১০০ রিডার পোলে জিতেছেন শাহরুখ খান। মোট ভোটের ৪…