Pather Panchali: সিনেমার শতবর্ষের সেরা চলচ্চিত্রের তালিকায় ‘পথের পাঁচালী’, সত্যজিৎ রায়কে কুর্নিশ
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টাইম ম্যাগাজিনের (Time Magazine) গত ১০০ বছরের সেরা চলচ্চিত্রের (Indian Cinema) তালিকায় জায়গা করে নিয়েছে বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের (Satyajit Roy) ‘পথের পাঁচালী’ (Pather Panchali)। ১৯২০ সাল থেকে ২০২০ পর্যন্ত মুক্তি পাওয়া চলচ্চিত্রগুলোকে জায়গা দেওয়া হয়েছে এই তালিকায়। ১৯২০ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘দ্য ক্যাবিনেট অব ডক্টর ক্যালিগারি’ দিয়ে তালিকা শুরু। আর শেষ হয়েছে ২০১৯ সালের ‘ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড’ দিয়ে। এই তালিকায় একমাত্র ভারতীয় সিনেমা হিসেবে জায়গা পেয়েছে পথের পাঁচালী। বিভূতিভূষণ…