ছবি থেকে লাভের অর্থ দিয়ে জনসেবা! নজির গড়ল ‘মাদার টেরেসা এন্ড মি’
‘মাদার টেরেসা অ্যান্ড মি’ তিন অসাধারণ নারীর গল্প। যাদের জীবনের সঙ্গে জড়ি আশা, করুণা এবং ভালবাসার মতো একাধিক আবেগ। স্টারকাস্ট জ্যাকলিন ফ্রিটচি-কর্ণাজ, দীপ্তি নাভাল, দেবশ্রী চক্রবর্তী এবং পরিচালক কমল কলকাতায় তাঁদের ছবির ট্রেলার লঞ্চ করতে কলকাতায় এসেছিলেন। এই ফিল্মটি ভারতে মাদার টেরেসার শুরুর বছরগুলির গল্প বলে। যেমন দেখানো হয়েছে যে দরিদ্র, অসুস্থ এবং মৃত্যুপথযাত্রীদের সাহায্যের চেষ্টা করা হয়েছিল। এই ছবি কবিতার গল্পও বলে। সে একজন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ তরুণী, যে আ কিছু বড় প্রশ্নের উত্তর খুঁজতে ভারতে ভ্রমণ করছে৷…