মাটির নীচে কলকাতা খেয়ে ফেলছে বিশেষ প্রাণী, সতর্ক না হলে আসবে মহামারি: মেয়র
কলকাতা শহরের মাটির নীচে বাস করে ওরা। ধীরে ধীরে শেষ করে ফেলছে শহর কলকাতাকে। বলা ভালো অতি সন্তর্পনে এই তিলোত্তমা কলকাতাকে একেবারে ফোঁপড়া করে ফেলছে। তাদের সম্পর্কে সতর্ক করলেন খোদ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। প্রাণীটার নাম জানেন? আমাদের অতি পরিচিত ইঁদুর। সেই ইঁদুর কীভাবে শেষ করে ফেলছে কলকাতাকে তা নিয়ে সতর্ক করলেন মেয়র। ফিরহাদ বলেন, ভবিষ্য়তে বোঝা যাবে কীভাবে শহরের তলায় ইঁদুরের বাস হচ্ছে। সুরাটে একটা সময় প্লেগে ছেয়ে গিয়েছিল। এখন থেকে সতর্ক না হলে মহামারী হতে পারে কলকাতায়।…