মিশরীয় নার্সের ব্যবহৃত সুগন্ধির সন্ধান, ৩৫০০ বছরের ইতিহাস খুঁড়লেন বিজ্ঞানীরা
বিজ্ঞানীরা প্রাচীন মিশরীয়দের মমি তৈরিতে ব্যবহৃত বামের গন্ধটি পুনরায় তৈরি করতে সক্ষম হয়েছেন। প্রায় ৩৫০০ বছরের প্রাচীন এক মিশরীয় অভিজাত মহিলা সেনেটনের মমি থেকে নমুনা সংগ্রহ করে এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন বিজ্ঞানীরা। এই পুনঃনির্মিত গন্ধটির নামকরণ করা হয়েছে ‘the scent of eternity’ বা ‘অনন্তকালের ঘ্রাণ’। গন্ধটি তৈরি করার জন্য জার্মান নেতৃত্বাধীন দল এবং একটি ফরাসি পারফিউমার সংস্থা একত্রিত হয়ে কাজ করেছে। সেনেটনের সম্পর্কে খুব কমই জানা যায়। তবে এর আগের গবেষণা অনুযায়ী তিনি ১৪৫০ খ্রিস্টপূর্বাব্দে ইজিপ্টে বসবাস করতেন…