দীর্ঘ হচ্ছে মৃত্যু-মিছিল, ভূমিকম্পে মায়ানমার ও তাইল্যান্ডের ব্যাংককে মৃতের সংখ্যা বেড়ে ১৪৪
নয়াদিল্লি : মায়ানমারে পর পর ছ’বার ভূমিকম্প। সবথেকে তীব্র ভূমিকম্পের মাপ রিখটার স্কেলে ছিল ৭.৭ । শুক্রবার স্থানীয় সময় বেলা ১২টা ৫০ মিনিটে পরপর কেঁপে ওঠে মায়ানমার। কম্পন অনুভূত হয় তাইল্য়ান্ড, ভারত ও চিনেও। এই পরিস্থিতিতে সময় বাড়ার সঙ্গে সঙ্গে মায়ানমার ও তাইল্যান্ডের ব্য়াংককে দীর্ঘ হচ্ছে মৃত্যুমিছিল। ভূমিকম্পে নিহতের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে অন্ততপক্ষে ১৪৪ জন। অন্যদিকে জখমের সংখ্যা ৭৩২। মায়ানমারের জুন্টার চিফ মিনিস্টার Aung Hlaing সতর্ক করে বলেছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। সেখানে ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছে। মায়ানমারের…