বাঁশের ডুলিতে অসুস্থ বৃদ্ধা, কাঁধে করে বইলেন দুই যুবক, নারায়ণগড়ে বেহাল রাস্তার করুণ চিত্র
অমিত জানা, নারায়ণগড়: বেহাল রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার উপায় নেই। রোগিণীকে হাসপাতালে নিয়ে যেতে তাই আনা হল বাঁশ। সেই বাঁশের সঙ্গে বেঁধে নেওয়া হল রোগিণীকে। এর পর দুই দিক থেকে কাঁধে সেই বাঁশ তুলে নিলেন দু’জন। সেই অবস্থায় হাঁটা লাগালেন তাঁরা। পাশে হাঁটলেন আরও দুই মহিলা। বাঁশের ডুলিতে ঝোলানো ওই মহিলাকে দুই দিক থাকে সামলালেন তাঁরা। জেলা থেকে ফের এমনই হয়রানির ছবি উঠে এল। (Paschim Medinipur News) পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের গ্রামরাজ অঞ্চলে শানদেউলি গ্রামে এই ঘটনা ঘটেছে।…

