দিল্লিতে সনিয়ার বাড়ির বাইরে পুলিশ, ‘ইয়ং ইন্ডিয়ান’ দফতর সিল করল ইডি, ‘পণবন্দি’ করার অভিযোগ
নয়াদিল্লি: ন্যাশনাল হেরাল্ড মামলায় (National Herald Case) এ বার ‘ইয়ং ইন্ডিয়ান’-এর (Young Indian) দফতর সিল করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate/ED)। এই সংস্থা কংগ্রেস মালিকানাধীন। ন্যাশনাল হেরাল্ড মামলার তদন্তে ওই সংস্থার দফতর সিল করে দিয়েছে ইডি। তদন্তকারীরা জানিয়েছেন, সাময়িক ভাবে ওই দফতর সিল করা হয়েছে। সংস্থার কোনও কর্মকর্তাকে পাওয়া যায়নি, যাঁর উপস্থিতিতে তল্লাশি চালানো যায়। তাই দফতর সিল করে দেওয়া হয়েছে। প্রবীণ কংগ্রেস (Congress) নেতা মল্লিকার্জুন খড়্গেকে এই নিয়ে সমন পাঠানো হয়েছে। সংস্থার তরফে কেউ এগিয়ে এলে, তল্লাশি চালানো হবে…