রাহুল না তিনি, কে বেশি দুষ্টু ? মুখ খুললেন প্রিয়ঙ্কা, সমর্থকদের পাত্রী দেখতে বললেন সনিয়া
নয়াদিল্লি : কেন বিয়ে করছেন না রাহুল গাঁধী ? প্রিয়ঙ্কা না রাহুল, কে বেশি দুষ্টু ? এমনই মজার প্রশ্ন ছুটে গেল তাঁদের দিকে। হাসির ছলে কোনও ক্ষেত্রে রাহুলের জন্য সমর্থকদের মেয়ে দেখার বার্তা দিলেন সনিয়া। আবার ছোটবেলা থেকে ভাই-বোনের দুষ্টু-মিষ্টি সম্পর্কের রসায়ন নিয়ে খোলামেলা আড্ডায় মাতলেন প্রিয়ঙ্কা গাঁধী (Priyanka Gandhi)। হরিয়ানার একদল মহিলা রাজধানীতে প্রাক্তন কংগ্রেস সভানেত্রী ও সাংসদ সনিয়া গাঁধীর (Sania Gandhi) সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। রাহুল ও প্রিয়ঙ্কাও হাজির ছিলেন যে আলাপচারিতায়। কংগ্রেসের গাঁধী পরিবারের সঙ্গে একসঙ্গে খাওয়া-দাওয়ার…