৫০:৫০ সমীকরণে সমঝোতা কর্নাটকে, বিশেষ শর্তে ‘আত্মত্যাগ’ শিবকুমারের, জল্পনা তুঙ্গে
বেঙ্গালুরু: একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত টানটান উত্তেজনা ছিল। তবে কর্নাটকে শেষ মেশ শিকে ছিঁড়েছে সিদ্দারামাইয়ারই (Siddaramaiah)। কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিতে চলেছেন তিনি। দৌড়ে থাকা ডিকে শিবকুমার (DK Shivakumar) হচ্ছেন তাঁর ডেপুটি। একই সঙ্গে প্রদেশ কংগ্রেসের সভাপতিও থাকছেন তিনি (Karnataka CM)। হাইকম্যান্ড সিদ্ধান্ত নেওয়ার পর পাশাপাশি হাসিমুখেও দেখা গিয়েছে তাঁদের। তবে কর্নাটকের মুখ্যমন্ত্রিত্ব নিয়ে কংগ্রেস ৫০:৫০ সমীকরণের পন্থা নিয়েছে বলে এবার খবর সামনে এল (Congress)। বৃহস্পতিবারই বেঙ্গালুরু ফেরেন সিদ্দারামাইয়া এবং শিবকুমার মুখ্যমন্ত্রীর কুর্সি নিয়ে দিল্লিতে ভোররাতে সমাধানসূত্র বেরনোর…