হরপ্পা হল সরস্বতী সভ্যতা, বাদ গেল বর্ণপ্রথা, পাঠ্যবইয়ে ফের কাটছাঁট করল NCERT
নয়াদিল্লি: পাঠ্যবইয়ে ইতিহাস বিকৃত করার অভিযোগে ফের বিদ্ধ National Council for Educational Research and Training (NCERT). ভারতীয় সমাজে বর্ণ ও জাতি ব্যবস্থার সমীকরণই বাদ দেওয়া হল এবার। পাশাপাশি, হরপ্পা সভ্যতার নাম পাল্টে ‘সিন্ধু-সরস্বতী সভ্যতা’ করা হয়েছে পাঠ্যবইয়ে। ভারতের নিজস্ব মূল মধ্যরেখাও ছিল বলে দাবি করা হয়েছে নয়া পাঠ্যবইয়ে। (NCERT Books) প্রথম পরিবর্তনটি ঘটানো হয়েছে NCERT-র ষষ্ঠ শ্রেণির সমাজ বিজ্ঞান বইয়ে। অতিমারির সময় পরিস্থিতির দোহাই দিয়ে এর আগে পাঠ্যক্রমে বদল ঘটিয়েছিল তারা। কিন্তু শুক্রবার NCERT যে বই প্রকাশ করেছে, তাতে…