হিন্দুরাষ্ট্র গঠনের ডাক পড়শি দেশেও, NJP-র অনুপ্রেরণা BJP! টাকার জোগানও ভারত থেকে, বলছে আমেরিকা
নয়াদিল্লি: ভারতে নির্বাচনী রাজনীতিতে অশ্বমেধ ঘোড়া হয়ে উঠেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। তাদের দেখে অনুপ্রাণিত হয়ে নেপালে গড়ে উঠেছে নেপাল জনতা পার্টি (NJP)। শুধু নামেই মিল নেই, দুই দলের আদর্শ, ভাবধারাও এক। এমনকি প্রতীকীচিহ্ন পর্যন্ত পদ্ম, ব্যাকগ্রাউন্ডে গেরুয়ার প্রলেপ। ত্রিভুবন নাথ পাঠক নেপালকে হিন্দুরাষ্ট্রের মর্যাদা ফিরিয়ে দেওয়ার প্রতশ্রুতি-সহ জোর কদমে প্রচার চালাচ্ছেন। (Nepal Janata Party) তবে শুধুমাত্র বিজেপি-কে দেখে অনুপ্রাণিত বললে ভুল হবে, NJP এবং BJP-র মধ্যে নিবিড় সংযোগ রয়েছে। ভারতের BJP নেতাদের সঙ্গে মাঝে মধ্যেই বৈঠক করেন ত্রিভুবন।…