মঙ্গোলিয়ায় এবার ব্ল্যাক ডেথের আতঙ্ক, করোনার থেকেও মারাত্মক মহামারীর আশঙ্কা
বেজিং: চিনের উত্তরাঞ্চলীয় অভ্যন্তরীণ মঙ্গোলিয়ায় বুবোনিক প্লেগের (bubonic plague) আরও দুটি কেস সামনে এসেছে৷ এরপরেই আলোড়ন তৈরি হয়েছে। চিন সরকার জানিয়েছে যে এই দুটি নতুন মামলা একই পরিবারে পাওয়া গেছে৷ প্রথম ঘটনাটি সামনে এসেছিল ৭ অগাস্ট। এখন তাঁদের আইসোলেশনে রাখা হয়েছে৷ পাশাপাশি সর্বক্ষণ তাঁদের মনিটরিং রাখা হচ্ছে৷ WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ‘বুবোনিক প্লেগ হল প্লেগের একটা সাধারাই ফর্ম তবে এটি খুব বিপজ্জনক মহামারীতে পরিণত হতে পারে। সরকার এ বিষয়ে বিবৃতি জারি করেছে৷ সরকারি বিবৃতিতে বলা হয়েছে যে পজিটিভ…