Car Rental Service For Moon: চাঁদের গাড়ি! এবার চাঁদেও আপনি গাড়ি ভাড়া করে সাইট সিয়িং করতে পারবেন
নিজস্ব প্রতিবেদন: নতুন কোনও স্পটে বেড়াতে গেলে আমরা প্রথমেই চিন্তা করি সাইট সিয়িংয়ে যাওয়ার গাড়ি পাওয়া যাবে তো? চাঁদে গেলেও এই চিন্তা দানা বাঁধতে পারে। সেটা ভেবেই আগে-ভাগে চাঁদে ভাড়া গাড়ির ব্যবস্থা করতে চলেছে একটি সংস্থা। নভোচারীরা যাতে চাঁদে গিয়ে গাড়ি ভাড়া নিতে পারেন তাই মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল মোটরস এবং মহাকাশ, সামরিক ও প্রতিরক্ষা যন্ত্রপাতি নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন যৌথভাবে এই গাড়ি তৈরি করছে। এই যান নভোচারী ও তাঁদের প্রয়োজনীয় যন্ত্রপাতি চাঁদে নিয়ে যাবে। দুটি প্রতিষ্ঠানের পক্ষ…