‘দেশের পূর্বভাগের যুবকদের রোজগারের জন্য অন্য এলাকায় যেতে হচ্ছে’, মোদির নিশানায় মমতা-সরকার ?
বিজেন্দ্র সিংহ ও ময়ূখঠাকুর চক্রবর্তী, নয়াদিল্লি : দেশের পূর্ব ভাগকে সমৃদ্ধ করতে হবে। ভারতের পূর্ব ভাগ, যেটা সম্পদে পরিপূর্ণ সেখানকার যুবকদের রোজগারের জন্য অন্য এলাকায় যেতে হচ্ছে, এই পরিস্থিতি আমাদের বদল করতেই হবে। নাম না করে কি এভাবেই মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের (Mamata Banerjee) সরকারকে নিশানা করলেন নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ? এনিয়ে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। পুরনো সংসদভবনের বিদায় বেলাতেও অব্যাহত রইল রাজনীতি। পরিযায়ী শ্রমিক ইস্যুতে সেন্ট্রাল হলের অনুষ্ঠান থেকে নাম না করে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করলেন…