রাতের আকাশে এবার নয়া নক্ষত্র, টেক্কা দেবে ধ্রুবতারাকে
নয়াদিল্লি: মাত্র দু’মাসের জন্য হলেও, নয়া উপগ্রহ পেয়েছে পৃথিবী। রাতের আকাশে এবার নয়া নক্ষত্রের আবির্ভাব ঘটতে চলেছে। পৃথিবী থেকে ৩০০০ আলোকবর্ষ দূরে, করোনা বোরিয়ালিস নক্ষত্রমণ্ডলে অবস্থিত দু’টি নক্ষত্রের মধ্যে একটি নক্ষত্র এটি। বহুকাল আগেই প্রাণবায়ু বেরিয়ে গিয়েছিল নক্ষত্রটির। সেই মৃত নক্ষত্রই এবার জেগে উঠতে চলেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। মহাজাগতিক বিস্ফোরণের জেরে এমনটি ঘটতে চলেছে বলে জানা গিয়েছে। (New Star in Sky) T Coronae Borealis নামের নক্ষত্রটি মৃত অবস্থা থেকে জেগে উঠতে চলেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। এটি একটি বামন নক্ষত্র,…

