জাতীয় সড়কে কমছে টোল ফি, ৪০ শতাংশ ফি কমানোর সিদ্ধান্ত সরকারের
নয়াদিল্লি: এবার টোল ফি (Toll Fee) নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। রাজ্যসভার সাংসদ পি.উইলসন ট্যুইট করে জানিয়েছেন, পাবলিক ফান্ডেড প্রকল্পগুলিতে টোল ফি ৪০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি। তিনি আরও বলেন, “আমি সংসদের মন্ত্রীকে অনুরোধ করেছিলাম জাতীয় সড়কে টোল প্লাজা বন্ধ করে, রেজিস্ট্রেশন বাবদ এককালীন টাকা নেওয়া হোক। তার উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, পাবলিক ফান্ডেড প্রকল্পগুলিতে টোল ফি ৪০ শতাংশ কমানো হবে।” I had requested on the floor of Parliament Hon’bleMinister @nitin_gadkari…