জাতীয় সড়কে কমছে টোল ফি, ৪০ শতাংশ ফি কমানোর সিদ্ধান্ত সরকারের

জাতীয় সড়কে কমছে টোল ফি, ৪০ শতাংশ ফি কমানোর সিদ্ধান্ত সরকারের

নয়াদিল্লি: এবার টোল ফি (Toll Fee) নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। রাজ্যসভার সাংসদ পি.উইলসন ট্যুইট করে জানিয়েছেন, পাবলিক ফান্ডেড প্রকল্পগুলিতে টোল ফি ৪০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি। তিনি আরও বলেন, “আমি সংসদের মন্ত্রীকে অনুরোধ করেছিলাম জাতীয় সড়কে টোল প্লাজা বন্ধ করে, রেজিস্ট্রেশন বাবদ এককালীন টাকা নেওয়া হোক। তার উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, পাবলিক ফান্ডেড প্রকল্পগুলিতে টোল ফি ৪০ শতাংশ কমানো হবে।”

টোল ফি কমানোর সিদ্ধান্ত: টোল ট্যাক্স সংগ্রহ ব্যবস্থা আধুনিক করার জন্য দীর্ঘদিন ধরেই নানা ভাবনাচিন্তা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার (Central Government)। টোল সংগ্রহ মসৃণ করতে ইতিমধ্যেই ফাস্টট্যাগ ব্য়বস্থা চালু করা হয়েছে। লাইন এড়িয়ে স্বয়ংস্ক্রিয় পদ্ধতিতে টোল সংগ্রহ করার জন্যই চালু হয়েছে এই পদ্ধতি। এবার সাধারণ মানুষের পকেটে চাপ কমাতে আরও একধাপ এগিয়ে নতুন সিদ্ধান্ত নিচ্ছে সরকার। বাণিজ্য়িক গাড়ি হোক বা ব্যক্তিগত গাড়ি, টোল ফি বাবদ যে টাকা নেওয়া হয়, তা নিয়ে অভিযোগের শেষ নেই। এই প্রেক্ষাপটে চলতি বছর অগাস্ট মাসে রাজ্যসভার সাংসদ পি.উইলসন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করিকে চিঠি লেখেন। যে চিঠিতে তিনি উল্লেখ করেছিলেন, সারা দেশে এক হাজারের বেশি টোল প্লাজা রয়েছে। সেখানে টোল দেওয়ার জন্য বাধ্য করা হচ্ছে। প্রতিবছরই বাড়ছে টোল ফি। এমনকী রাজ্য সরকারের বাসেও টোল নেওয়া হচ্ছে। ওই চিঠিতে তিনি উল্লেখ করেন, জাতীয় সড়কে টোল প্লাজা বন্ধ করে, রেজিস্ট্রেশন বাবদ এককালীন টাকা নেওয়া হোক।

আগেই স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমের কথা জানিয়েছিল সরকার। এই আধুনিক পদ্ধতির উপর নির্ভর করে টোল ট্যাক্স (Toll Tax) সংগ্রহের পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। বিষয়টি কেমন? কী ভাবে কাজ করবে? তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই একটি পাইলট প্রকল্প (Pilot Project) শুরু করা হয়েছে বলে সূত্রের খবর। নতুন এই ব্যবস্থায় নজর রাখা হবে গাড়ির গতিবিধিতে। জাতীয় সড়কে (Nationl Highway) কোনও গাড়ি যত কিলোমিটার যাবে তার উপর নির্ভর করে টোল ট্যাক্সের টাকা নির্ভর করবে। অর্থাৎ হাইওয়েতে যত বেশি গাড়ি চলবে টোলের পরিমাণও তত বাড়তে থাকবে। এর জন্য গাড়িটিকে স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম (Satelite Navigation System) থাকা প্রয়োজন।  এখন জাতীয় বা রাজ্য সড়কে অথবা কোনও সেতুর মুখে টোল গেট থাকে। সেখানে ক্যাশ টাকা দিয়ে অথবা ফাস্টট্যাগের (Fasttag) মাধ্যমে টোল কাটা হয়।

(Feed Source: abplive.com)