Life-threatening Bacteria: ক্যানসারের ওষুধে মিলল প্রাণঘাতী ব্যাকটেরিয়া, দেশে নয়া উদ্বেগ!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্যানসারের ওষুধে পাওয়া গেল প্রাণনশাক ব্যাকটেরিয়া। উদ্বেগ প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। ইতিমধ্যেই সিলন ল্যাবে প্রস্তুত করা উপাদানটি নিয়ে সতর্কতা জারি করেছে হু। ইঞ্জেকটেবল কেমোথেরাপিতে ব্যবহার করা এজেন্ট methotrexate ওই ল্যাবেই তৈরি করা হয়। এই এজেন্টের একটি ব্যাচে প্রাণঘাতী ব্যাকটেরিয়ার সন্ধান পাওয়া যায়। ক্যান্সার আক্রান্ত রোগীদের দেহে প্রতিরোধ ক্ষমতা এমনিতেই কম হয়। জীবনদায়ী কেমোর মাধ্যমে যদি এই ব্যাক্টেরিয়া প্রবেশ করে তবে প্রাণ হারানোর শঙ্কা থাকছেই। লেবানন ও ইয়েমেনের স্বাস্থ্য কর্তৃপক্ষ হায়দরাবাদের এই সংস্থার…