সোরিয়াসিস থেকে মুক্তির উপায় কী? বিশেষজ্ঞের থেকে জেনে নিন এই রোগের খুঁটিনাটি
প্রতি বছর অগাস্ট মাসকে সোরিয়াসিস সচেতনতা মাস হিসেবে গণ্য করা হয়। জনসাধারণ এবং রোগীদের মধ্যে সচেতনতা গড়ে তোলাটাই হল এর মূল লক্ষ্য। এছাড়া রোগীরা যাতে এ নিয়ে অহেতুক মানসিক চাপ ভোগ না করেন, তার জন্য তাঁদের এই রোগের চিকিৎসা বিকল্প সম্পর্কে অবগত করানো হয়। সোরিয়াসিস হল এক ধরনের ক্রনিক ইমিউন চর্মরোগ। যার কারণে স্ক্যাল্প, হাঁটু, কনুই, নখ, হাত ও পায়ের পাতায় মাছের আঁশের মতো সাদা চামড়া উঠতে থাকে। সেই সঙ্গে দগদগে লাল দাগও দেখা যায়। এই রোগের সঙ্গে কিন্তু…