Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
কলকাতায় এসেই ‘পাঠান ২’ সিনেমার হিরো খুঁজে পেলেন রশিদ খান! ফোন করবেন শাহরুখকে?
কলকাতায় এসেই ‘পাঠান ২’ সিনেমার হিরো খুঁজে পেলেন রশিদ খান! ফোন করবেন শাহরুখকে?

কলকাতা: কলকাতায় এসেছে গুজরাত টাইটানস। শনিবার ইডেনে তাদের খেলা রয়েছে কেকেআরের বিরুদ্ধে। বিমানে কলকাতায় আসার একটি ভিডিও শেয়ার করেছে গুজরাত টাইটানস। সেখানে দেখা যাচ্ছে হার্দিক, শামি, রশিদ, বিজয় শংকর এবং অন্যান্য ক্রিকেটাররা মজা করছেন। সেখানে হঠাৎ বিমানের সিটে বসে বসে রশিদ খান আঙুল দিয়ে দেখালেন নুর আহমেদকে। এই তরুণ আফগান স্পিনার শেষ ম্যাচ দুর্দান্ত বল করে তিন উইকেট তুলেছেন। চায়না ম্যান বোলার বেশ নজর টানছেন। দেখতেও সুন্দর। রশিদ খান নুর আহমেদকে দেখিয়ে বললেন এই হচ্ছে আমাদের নতুন হিরো। ওকে…

Read More