ভ্রমণে গিয়ে আপনি আদৌ হোম স্টে-তেই থাকছেন তো? অবশেষে আসল রহস্য ফাঁস!
শিলিগুড়ি: পাহাড়ে বেড়াতে গেলে আপনারা হোম স্টে-র খোঁজ করেন। হোমস্টে তে থাকতেই পছন্দ করেন। কিন্তু আপনি বেড়াতে এসে আদৌ কি হোম স্টেতে উঠছেন? ‘হোমস্টে’র অর্থ একজন পর্যটক স্থানীয় পরিবারের বাড়িতে গিয়ে উঠছেন। সেখানেই থাকছেন। সরকারি মতে, হোম স্টে প্রোগ্রামের ধারণা হল পর্যটকদের স্থানীয় পরিবারের সঙ্গে থাকার ব্যবস্থা করা। এ ভাবে থাকা পর্যটকদের স্থানীয় জীবনধারা, সংস্কৃতি, প্রকৃতি ইত্যাদি সম্পর্কে জানতে সাহায্য করে। হোম স্টে একটি বিকল্প পর্যটন যেখানে পর্যটকরা হোম স্টে’র পরিবারের সঙ্গে একই বাড়িতে থাকবেন এবং পরিবার এবং স্থানীয়…