প্রেসিডেন্সিতে ছাত্রীদের গোপন ছবি তোলার ঘটনায় অভিযুক্ত ছাত্রকে বহিষ্কার
ঐতিহ্যবাহী প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শৌচালয়ে ছাত্রীদের গোপন ছবি তোলার ঘটনায় কড়া ব্যবস্থা নিল কর্তৃপক্ষ। অভিযুক্ত ছাত্রকে বহিষ্কার করা হল। বিশ্ববিদ্যালয়ের গঠিত উচ্চ ক্ষমতা সম্পন্ন শৃঙ্খলা কমিটি এবিষয়ে তদন্ত করার পর কর্তৃপক্ষের কাছে। রিপোর্ট দেয়। তারপরে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, এই বিশ্ববিদ্যালয়ের ডিরোজিও ভবনে ছাত্র-ছাত্রীদের শৌচাগার একেবারে লাগোয়া। মাঝে শুধু একটি দেওয়াল। সেই দেওয়ালে একটি ছিদ্র ছিল। সেই ছিদ্র দিয়ে মোবাইলের ক্যামেরা ফিট করে ছাত্রীদের গোপন ভিডিয়ো ক্যামেরাবন্দি করছিল অভিযুক্ত ছাত্র। তবে ওই ছাত্র ধরা পড়ে…