প্রেসিডেন্সিতে ছাত্রীদের গোপন ছবি তোলার ঘটনায় অভিযুক্ত ছাত্রকে বহিষ্কার

প্রেসিডেন্সিতে ছাত্রীদের গোপন ছবি তোলার ঘটনায় অভিযুক্ত ছাত্রকে বহিষ্কার

ঐতিহ্যবাহী প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শৌচালয়ে ছাত্রীদের গোপন ছবি তোলার ঘটনায় কড়া ব্যবস্থা নিল কর্তৃপক্ষ। অভিযুক্ত ছাত্রকে বহিষ্কার করা হল। বিশ্ববিদ্যালয়ের গঠিত উচ্চ ক্ষমতা সম্পন্ন শৃঙ্খলা কমিটি এবিষয়ে তদন্ত করার পর কর্তৃপক্ষের কাছে। রিপোর্ট দেয়। তারপরে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, এই‌ বিশ্ববিদ্যালয়ের ডিরোজিও ভবনে ছাত্র-ছাত্রীদের শৌচাগার একেবারে লাগোয়া। মাঝে শুধু একটি দেওয়াল। সেই দেওয়ালে একটি ছিদ্র ছিল। সেই ছিদ্র দিয়ে মোবাইলের ক্যামেরা ফিট করে ছাত্রীদের গোপন ভিডিয়ো ক্যামেরাবন্দি করছিল অভিযুক্ত ছাত্র। তবে ওই ছাত্র ধরা পড়ে যায়। তখনই অন্যান্য ছাত্র-ছাত্রীরা ডিন অব স্টুডেন্টসের কাছে অভিযোগ জানান। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ওই ছাত্রী অভিযুক্ত ছাত্রকে চিহ্নিত করে। পরে অভিযুক্ত ছাত্র নিজেই লিখিতভাবে বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে স্বীকারও করেছে।

জানা গিয়েছে, প্রথমে এক ছাত্রী অভিযুক্তকে ধরে ফেলেন। ঘটনায় অভিযুক্ত ছাত্র ক্ষমা চেয়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা করে। তবে অন্যান্য ছাত্রছাত্রীরা সেখানে চলে আসলে তারা কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান। জানা গিয়েছে, ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের। ডিন অফ স্টুডেন্টসের পাশাপাশি অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধানকেও অভিযোগ জানান ছাত্রছাত্রীরা। এই ঘটনা নিয়ে লিখিত অভিযোগ জানান ওই ছাত্রী। এরপরেই ওই কমিটি ঘটনার তদন্তে নামে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ধরনের অপরাধের ক্ষেত্রে একেবারে জিরো টলারেন্স নীতি নেবে বলে জানিয়েছিল। সেইমতোই কড়া পদক্ষেপ করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

(Feed Source: hindustantimes.com)