তেলের ভয়ে বাইরের খাবার খান না? চিন্তা নেই! এই ক্যাফেতে গেলে শরীর সুস্থ, মন ভাল!
বাঁকুড়া: বাঁকুড়া জেলায় খুলে গেল প্রথম “অয়েল ফ্রি ক্যাফে”। এক ফোঁটা তেল ব্যবহার করা হয় না এই ক্যাফেতে, এমনটাই দাবি করছেন ক্যাফের কর্ণধার। এরকম স্বাস্থ্য সচেতন ক্যাফে-এর আগে দেখেনি বাঁকুড়া জেলার বাসিন্দারা। বাঁকুড়া শহরের পাঁচবাগা বাইপাসের উপর দেখতে পাবেন জ্বল জ্বল করছে “চা-কালচার” নামক একটি ক্যাফে। লোগোর মধ্যেই লেখা রয়েছে প্রথম অয়েল ফ্রি ক্যাফে চেইন। এই ক্যাফেটির কর্ণধার দীপ্তেন্দু মন্ডল, ইনি পেশায় একজন জিম ট্রেনার। বাঁকুড়া শহরে ড্রাগন্স জিম নামেএকটি জিম রয়েছে তাঁর। স্বাস্থ্য সচেতনতা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে দীপ্তেন্দুর…