Adipurush: আদিপুরুষের পোস্টারে নজর কারলেন প্রভাস এবং কৃতী
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সীতা নবমী উপলক্ষে, রিলিজ হল ‘আদিপুরুষ’-র পোস্টার। ছবিতে অভিনয় করেছেন প্রভাস,কৃতী শ্যানন এবং অভিনেতা সাইফ আলি খান। সীতার ভূমিকায় শ্যাননকে দেখা যাবে এই ছবিতে। কৃতির পরনে রয়েছে একটি বেইজ শাড়ি এবং জাফরান দুপাট্টা। প্রেক্ষাগৃহে মুক্তির আগে, নিউইয়র্কে ২০২৩-এ ট্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। এই বিষয়ে কথা বলতে গিয়ে ছবির পরিচালক ওম রাউত বলেন, “আমরা শুধু আমাদের দেশের নয়, সারা বিশ্বের যুবকদের কাছে শ্রীরাম এবং ‘রামায়ণের’ গল্প বলতে চেয়েছি। মোশন পোস্টারটির ক্যাপশন, “সীতা…