মাত্র ৩০ মিনিটেই শেষ কলকাতা ডার্বির অনলাইন টিকিট! উত্তেজনার পারদ চড়ছে
#কলকাতা: আইএসএলে গত দু’বছর ধরে কলকাতা ডার্বি হয়েছে গোয়ার মাটিতে। কখনও তিলক ময়দানে, কখনও নেহেরু স্টেডিয়ামে। আরব সাগরের ধারে কলকাতা ডার্বি মোটেও মানায় না। তার ওপর মাঠে নো এন্ট্রি ছিল দর্শকদের। তাই দুধের স্বাদ ঘোলে মেটাতে হয়েছে কলকাতার ফুটবল প্রেমীদের। টিভিতেই চোখ রেখে ডার্বি দেখতে হয়েছে। কিন্তু এবার ফুটবলের মক্কা কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে বাঙালির চিরকালীন আবেগের ম্যাচ। সেই ঘটি বনাম বাঙালের লড়াই। আড়াই বছর পর কলকাতা ডার্বি। এটিকে মোহনবাগান বনাম ইমামি ইস্টবেঙ্গল ম্যাচের টিকিটের চাহিদা তুঙ্গে। অনলাইনে শনিবার টিকিট…