কী দেখছেন প্রথমে? আপনার চরিত্রের এক বিশেষ দিক সম্পর্কে সব বলে দিতে পারে এই ছবি
কলকাতা: চোখের সামনে যা রয়েছে, তা অনেকে দেখতেই পান না। অনেক সময় চোখে দেখা জিনিসও মানুষ ভুল বোঝে, বিভ্রান্ত হয়। আর এ সবই হয় দৃষ্টিভঙ্গির কারণে। মস্তিষ্কে যেমন ইঙ্গিত পাঠিয়ে দেয় স্নায়ুতন্ত্র, আমরা তেমনই দেখি। দৃষ্টিভঙ্গি বদলে গেলেই আমূল বদলে যেতে পারে গোটা পরিস্থিতিটাই। খুব সচেতন ভাবেই দৃষ্টি বিভ্রম সৃষ্টিকারী ছবি তৈরি করা হয়। একটি দৃষ্টিবিভ্রম সৃষ্টিকারী ছবিতে এমন কিছু দেখানো হয় যা কোনও ব্যক্তির চোখকে চালিত করে। সেখানে আসলে যা আছে ওই ব্যক্তি তার বাইরে কিছু দেখতে পান।…