Artemis-1 Mission: জোড়া ব্যর্থতার পরে অবশেষে শুরু হতে চলেছে চাঁদের পানে আর্টেমিসের যাত্রা…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অনেক বাধা পড়েছে, কিন্তু সব বাধা টপকে আবারও আর্টেমিস-১ লঞ্চ হতে চলেছে। ৩২২ ফুট বা ৯৮ মিটার দৈর্ঘের কোনও রকেটের এই ধরনের টেস্ট ফ্লাইট এই প্রথম অনুষ্ঠিত চলেছে। নাসার এই আর্টেমিস মিশনে যে জাতীয় রকেট ব্যবহার করা হচ্ছে, তার নাম দেওয়া হয়েছে মেগা মুন রকেট। এই নিয়ে তৃতীয়বারের উৎক্ষেপণ-প্রচেষ্টা এটি। কেনেডি স্পেস সেন্টার থেকে দু’ঘণ্টার এই লঞ্চিং আওয়ারে অরিয়ন স্পেসক্র্যাফ্ট-সহ মহাকাশে উড়ে যাবে স্পেস লঞ্চ সিস্টেম। এই চন্দ্রাভিযান একটা ধাপ মাত্র। আর্টেমিস-১-এর সফল উৎক্ষেপণের…