কাবুলে পাকিস্তানের দূতাবাসে গুলি
কাবুল : আফগানিস্তানের (Afghanistan) কাবুলে (Kabul) অবস্থিত পাকিস্তানি দূতাবাসে চলল গুলি। দূতাবাস চত্বরেই হামলা চালোনা হয়। তাতে জখন হন ইসরার মহম্মদ নামে এক নিরাপত্তারক্ষী। এমনই খবর পাকিস্তানের সংবাদ মাধ্যম সূত্রের। শুক্রবারের এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (Pakistan Prime Minister Shehbaz Sharif)। মিশন হেড-কে খুনের চেষ্টা করা হয়েছে বলে তাঁর অভিযোগ। এই পরিস্থিতিতে পাক প্রধানমন্ত্রী ট্যুইটারে লেখেন, “এখনই ঘটনার তদন্ত শুরু করা হোক এবং এই জঘন্য কাজের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক।”…