Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
আধার-প্যান লিংকের জরিমানা থেকে শুরু করে ক্রিপ্টোয় টিডিএস, জেনে নিন আয়করের নতুন নিয়ম
আধার-প্যান লিংকের জরিমানা থেকে শুরু করে ক্রিপ্টোয় টিডিএস, জেনে নিন আয়করের নতুন নিয়ম

অয়ন ঘোষাল: জুলাই মাসে একাধিক নিয়মে পরিবর্তন আসে আয়করে। জুলাইয়ে আয়করের একাধিক ছোট ছোট বিভাগেও এসেছে পরিবর্তন। যেমন ক্রিপ্টোতে ১ জুলাই থেকে বসেছে টিডিএস। এছাড়াও আধার-প্য়ান লিংকের মত বিষয় এবং সোশ্যাল মিডিয়ার প্রভাবশালীদের ক্ষেত্রে টিডিএস চাপানোর মতো নিয়মও চালু হয়েছে সম্প্রতি। দেখে নেওয়া যাক, জুলাইতে ঠিক কোন কোন নিয়মে পরিবর্তন এল। ১ জুলাই থেকে আয়কর দেওয়ার ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে। বিশেষ করে আয়কর প্রদানের ক্ষেত্রে তিনটি মূল পরিবর্তন উল্লেখযোগ্য। আগেই অবশ্য এই পরিবর্ত‌নগুলির কথা ঘোষণা করা হয়েছিল। সেইমতোই…

Read More