পঞ্চায়েত ভোট করাতে পর্যাপ্ত পুলিশ কি মিলবে? কোন পথে সমাধান খুঁজছে কমিশন?
রাজ্য নির্বাচন কমিশনার চান পুলিশ দিয়ে পঞ্চায়েত ভোট করাতে। বৃহস্পতিবার নির্বাচন ঘোষণার সাংবাদিক বৈঠকে সে ব্যাপারে স্পষ্ট করে কিছু না জানালেও তাঁর ইঙ্গিত ছিল সেই দিকেই। রাজ্যের ২২ জেলার ৬৩ হাজার ২৮৩টি গ্রাম পঞ্চায়েতে ভোট করানোর মতো পুলিশ কি পাওয়া যাবে? সেই প্রশ্নই এখন প্রধান হয়ে উঠেছে নির্বাচন কমিশনের কাছে। তবে কী কেন্দ্রীয় বাহিনী তলব করবে কমিশন? এই প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশনার জানিয়েছেন, পরিস্থিতি বুঝে তার পর সিদ্ধান্ত নেওয়া হবে। সিপিআইএম ছাড়া অন্য বিরোধী দলগুলি কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত…