Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
লাখ টাকার চাকরি ছাড়লেন IIT-র প্রাক্তনী! গিটার বাজিয়েই এখন আয় করছেন কোটি টাকা
লাখ টাকার চাকরি ছাড়লেন IIT-র প্রাক্তনী! গিটার বাজিয়েই এখন আয় করছেন কোটি টাকা

নেশাকে পেশা করতে সবাই পারেন না৷ ইচ্ছে থাকলেও অনেক সময় সাহসে কুলোয় না৷ তবে এই যুবক পেরেছেন৷ লাখ টাকার চাকরি ছেড়ে বেছে নিলেন পছন্দের গিটারকে৷ মাল্টিন্যাশানাল কোম্পানির চাকরির বদলে সঙ্গীতকে সঙ্গী করলেন মুম্বই IIT-র ছাত্র৷ সেই সঙ্গে আয়ও করছেন কোটি টাকা৷ ছোট থেকেই গিটার বাজানো নেশা রাজস্থানের কোটার শুভম বানসালের৷ ছয় বছর বয়স থেকে তিনি গিটার বাজাচ্ছেন। স্কুল-কলেজে সব জায়গাতেই গিটার বাজিয়েছেন শুভম৷ তবে গিটারের পাশাপাশি সমান তালে তিনি চালিয়েছেন পড়াশোনা৷ দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন তিনি৷ তবে…

Read More