লাখ টাকার চাকরি ছাড়লেন IIT-র প্রাক্তনী! গিটার বাজিয়েই এখন আয় করছেন কোটি টাকা

লাখ টাকার চাকরি ছাড়লেন IIT-র প্রাক্তনী! গিটার বাজিয়েই এখন আয় করছেন কোটি টাকা

নেশাকে পেশা করতে সবাই পারেন না৷ ইচ্ছে থাকলেও অনেক সময় সাহসে কুলোয় না৷ তবে এই যুবক পেরেছেন৷ লাখ টাকার চাকরি ছেড়ে বেছে নিলেন পছন্দের গিটারকে৷ মাল্টিন্যাশানাল কোম্পানির চাকরির বদলে সঙ্গীতকে সঙ্গী করলেন মুম্বই IIT-র ছাত্র৷ সেই সঙ্গে আয়ও করছেন কোটি টাকা৷

ছোট থেকেই গিটার বাজানো নেশা রাজস্থানের কোটার শুভম বানসালের৷ ছয় বছর বয়স থেকে তিনি গিটার বাজাচ্ছেন। স্কুল-কলেজে সব জায়গাতেই গিটার বাজিয়েছেন শুভম৷ তবে গিটারের পাশাপাশি সমান তালে তিনি চালিয়েছেন পড়াশোনা৷ দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন তিনি৷ তবে সেখানেও তুলেছেন গিটারের মূর্ছনা৷
আইআইটিতে পড়াশোনা শেষ করে পর ওলা (OLA)-মতো নামকরা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পান শুভম৷ তবে সুরের টানে সেই চাকরি ছেড়ে দেন৷ গিটারকে নিয়েই শুরু করলেন নিজের স্টার্টআপ৷ আট থেকে আশি সবাইকে গিটার বাজানো শেখাচ্ছেন শুভম৷ একটি ওয়েবসাইটের মাধ্যমে গিটার শেখানোর কাজ করছেন শুভম৷

গিটার শেখার প্রাথমিক কোর্স শিখতে মোটামুটিভাবে ৬ মাস সময় লাগে৷ এর চেয়েও কম সময়ে কি শেখা যায় না? আট থেকে আশি সকলে আরও সহজে কিভাবে শিখতে পারে, সেই চিন্তা থেকেই নতুন একটি ডিভাইসও তৈরি করেছেন আইআইটির প্রাক্তনী৷ গিটার ব্রো নামের এই ডিভাইসের সাহায্যে যে কেউ মাত্র ৩০ দিনে গিটার বাজানো শিখতে পারবে৷
শুভমের স্টার্টআপে ৭ জনের একটি দল এবং ২৫ জন শিক্ষক রয়েছে। যারা অনলাইনে শিশুদের বিভিন্ন যন্ত্র শেখাচ্ছেন। ৩০০০ টাকা থেকে ৬০০০ টাকা পর্যন্ত কোর্স ফি রয়েছে। তারা তাদের স্টার্টআপ থেকে বছরে সাড়ে তিন কোটি টাকা পর্যন্ত আয় করেন।

শুভম জানালেন, তিনি এক অন্ধ শিশুকেও গিটার বাজাতে শিখিয়েছেন। আজ সেই খুদে খুব ভাল গিটার বাজায় এবং গানও গায়। শুভম বলেন, গান শোনার পাশাপাশি কোনও না কোনও বাদ্যযন্ত্র বাজানো শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী৷ বিশেষ করে গিটার বাজানো। এটি হার্ট ও মনের সুস্থতার জন্য এক ধরনের থেরাপিরও কাজ করে।

(Feed Source: news18.com)