উৎসবের মেজাজে বঙ্গবাসীর জন্য বিশেষ ক্যাম্পেন Paytm-র
কলকাতা: উৎসবের মরসুম মানেই আনন্দ। আর এই উৎসবের মরসুমে Paytm UPI-র ‘Paytm থেকে UPI’-র মাধ্যমে আর্থিক লেনদেন করে সেই আনন্দকে আরও বাড়িয়ে তুলুন। কী রয়েছে এই লেনদেনে? প্রথম লেনদেনে ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাকের প্রস্তাব নিরাপদ এবং দ্রুত আর্থিক লেনদেনের সুবিধা Paytm ব্র্যান্ডের মালিক সংস্থা One97 Communications Limited (OCL) পুজোর সময়ই তাদের ‘Paytm থেকে UPI’ক্যাম্পেন চালু করে। ভারতের বৃহত্তম ডিজিটাল পেমেন্টের এই মাধ্যমের তরফে তখনই ১০০ টাকা ক্যাশব্যাকের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এই ক্যাম্পেনের মূল লক্ষ্য একটাই। সুরক্ষিত উপায়ে দ্রুত আর্থিক…