কলকাতা: উৎসবের মরসুম মানেই আনন্দ। আর এই উৎসবের মরসুমে Paytm UPI-র ‘Paytm থেকে UPI’-র মাধ্যমে আর্থিক লেনদেন করে সেই আনন্দকে আরও বাড়িয়ে তুলুন। কী রয়েছে এই লেনদেনে?
-
- প্রথম লেনদেনে ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাকের প্রস্তাব
-
- নিরাপদ এবং দ্রুত আর্থিক লেনদেনের সুবিধা
-
- Paytm ব্র্যান্ডের মালিক সংস্থা One97 Communications Limited (OCL) পুজোর সময়ই তাদের ‘Paytm থেকে UPI’ক্যাম্পেন চালু করে। ভারতের বৃহত্তম ডিজিটাল পেমেন্টের এই মাধ্যমের তরফে তখনই ১০০ টাকা ক্যাশব্যাকের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এই ক্যাম্পেনের মূল লক্ষ্য একটাই। সুরক্ষিত উপায়ে দ্রুত আর্থিক লেনদেন নিশ্চিত করা। তবে উৎসবের মরসুমে এই উদ্যোগ চালুর নেপথ্যে আরও একটি কারণ রয়েছে। সমাজের প্রত্যেকটি মানুষ যাতে উৎসবের সময় যে কোনও প্রয়োজনে ‘ইনসট্যান্ট’ বা অবিলম্বে আর্থিক লেনদেন করতে পারেন, আনন্দের পরশ থেকে যাতে কেউ না বঞ্চিত থাকেন, সেটাও নিশ্চিত করতে চায় এই সংস্থা। সেখান থেকেই শারদোৎসবের আমেজকে পটভূমিতে রেখে Paytm-র নির্ঝঞ্ঝাট ও মসৃণ আর্থিক লেনদেন প্রক্রিয়া তুলে ধরার ভাবনা।
-
- ঘটনা হল, এর মধ্যেই Paytm UPI দেশের লক্ষ লক্ষ পরিবারের অত্যন্ত জরুরি অংশ হয়ে দাঁড়িয়েছে। এই UPIব্যবহার করে গ্রাহক নানা উপায়ে টাকা পাঠাতে পারেন। QR CODE, VPA, UPI ID বা মোবাইল নম্বর। যে কোনও পদ্ধতিতে টাকা পাঠানোর সুযোগ থাকছে এর মাধ্যমে। অল্প কথায়, Paytm UPI স্ক্যান করে চোখের পলকে টাকা পাঠানোর সুযোগ থাকছে।
কী বললেন সংস্থার মুখপাত্র?
‘দেশজুড়ে ডিজিটাল মাধ্যমে আর্থিক লেনদেনের দ্রুত বাড়বাড়ন্তে অন্যতম অংশীদার UPI। তবে এই সাম্প্রতিক ক্যাম্পেন আমরা পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর কথা ভেবেই চালু করেছি।’ Paytm UPI,Paytm Wallet, Paytm Postpaid-র মতো একগুচ্ছ সহজে ব্যবহার করা যায়, এমন ব্যবস্থা রয়েছে এই সংস্থার। আর্থিক লেনদেন সহজতর করার জন্য সমস্ত বড় ডেবিট ক্রার্ড, ক্রেডিট কার্ড এবং প্রিপেড কার্ড ব্যবহারেরও উপায় রয়েছে।
সংস্থা নিয়ে দু-চার কথা…
ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে লেনদেনের জন্য তৈরি ভারতের অন্যতম ব্যবহৃত পেমেন্ট অ্যাপ এটি। মোবাইল QR-র মাধ্যমে আর্থিক লেনদেন প্রক্রিয়ায় কার্যত বৈপ্লবিক বদল এনেছে Paytm। তাদের লক্ষ্য ৫০ কোটি ভারতবাসীকে প্রযুক্তিনির্ভর আর্থিক পরিষেবার মাধ্যমে অর্থনীতির মূল স্রোতে নিয়ে আসা। ছোট ব্যবসায়ীদের জন্যও মূলধনের জোগানে নজর রাখতে চায় তারা। যোগাযোগের জন্য ইমেল অ্যাড্রেস: corpcomm@paytm.com
(Feed Source: abplive.com)