সাম্প্রাসের রেকর্ড স্পর্শ করলেন জকোভিচ, স্ট্রেট সেটে জিতে উইম্বলডনের চতুর্থ রাউন্ডে
লন্ডন: শুক্রবারই উইম্বলডনের তরফে সোশ্যাল মিডিয়ায় নোভাক জকোভিচের (Novak Djokovic) ছবি পোস্ট করে লেখা হয়েছিল, ৭ জুলাই। দশ বছর আগে এই দিনে উইম্বলডনে শেষ ম্যাচ হেরেছিলেন জকোভিচ। যে পোস্ট কার্যত বুঝিয়ে দেয় যে, ঘাসের কোর্টে কী অবিশ্বাস্য দাপট চলছে জোকারের। চলতি উইম্বলডনের তৃতীয় রাউন্ডে স্ট্যানিসলাস ওয়ারিঙ্কাকে (Stan Wawrinka) স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে চতুর্থ রাউন্ডে পৌঁছে গেলেন জোকার। সেই সঙ্গে স্পর্শ করলেন আরেক কিংবদন্তি পিট সাম্প্রাসের রেকর্ড। উইম্বলডনে টানা ম্যাচ জয়ের নিরিখে। অনেকে ভেবেছিলেন, জোকারের সোনার দৌড় থমকে যেতে পারে ওয়ারিঙ্কার…