অবিশ্বাস্য! কষ্ট পেলে কাঁদে গাছও, বিজ্ঞানীরা রেকর্ড করলেন গাছের কান্নার সেই শব্দ
ধরুন আপনার হাত ধারাল কোনও জিনিসে ফালা হয়ে গেছে, অথবা, কোথাও হুমড়ি খেয়ে পড়েছেন, হাঁটু এক্কেবারে রক্তাক্ত৷ ছোট হলে নিশ্চই চোখ দিয়ে জল বেরিয়ে আসত, কিংবা হয়ত চিৎকার করে কেঁদেই ফেলতেন৷ বড় বলে এখন পারেন না৷ কিন্তু, জানেন কি, গাছের আঘাত লাগলে, গাছ কষ্টে থাকলে, ওরাও চিৎকার করে কাঁদে? সাহায্যের জন্য আকুতি জানায়? সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে অবাক করা এক তথ্য৷ তেল আভিভ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের পরীক্ষালব্ধ ফল সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘সেল’ পত্রিকায় (https://www.cell.com/cell/fulltext/S0092-8674(23)00262-3)৷ সেখানেই গবেষকের রেকর্ড করেছেন…