PoK Protest: জ্বলছে পাক অধিকৃত কাশ্মীর, পাক সেনার গুলিতে নিহত ৮ সাধারণ নাগরিক
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টানা তিনদিন ধরে জ্বলছে পাক অধিকৃত কাশ্মীর। পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিক্ষোভে তোলপাড় সীমান্তপার কাশ্মীর। বুধবার সেই বিক্ষোভ থামাতে গিয়ে গুলি চালিয়ে দিল পাক সেনা। তাতেই প্রাণ হারালেন ৮ সাধারণ নাগরিক। যে কাশ্মীর নিয়ে পাক সরকারের এত আবেগ সেখানকার মানুষই এখন চাইছেন তাঁদের মৌলিক অধিকার। তার জেরেই রাস্তায় নেমেছেন আওয়ামি অ্যাকশন কমিটি। ওই বিক্ষোভের জেরেপাক অধিকৃত কাশ্মীরের দোকানপাট, অফিস আদালত, পরিবহন ব্য়বস্থা স্তব্ধ হয়ে গিয়েছে। ফলে রাস্তায় নেমেছে পাক সেনা। সকালে বিক্ষোভকারীরা সেনা ও পুলিসকে…

