Poonam Dhilan on Rishi Kapoor: ‘তুমিতো ক্লাস টেন ফেল, আমি স্নাতক!’ রেগে বলে উঠলেন পুনম… কী এমন হয়েছিল সেইদিন?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৮০র দশকের বিখ্যাত সুন্দরী অভিনেত্রী পুনম ধিলন ‘ইয়ে ভাদা রাহা, বিবি ও বিবি, জামানা’র মতো ছবিতে কাজ করে বলিউডে নিজের জায়গা পাকা করে নিয়েছিলেন। এই ছবিগুলোতে তাঁর সহ-অভিনেতা ছিলেন প্রয়াত অভিনেতা ঋষি কাপুর। ঋষির অভিনয় গুণে যেমন পুনম মুগ্ধ ছিলেন, ঠিক তেমনই, ঋষি কাপুরের রূপ লাবণ্য এবং অভিনয়ের স্বাচ্ছন্দ্য তাঁকে অবাক করত। ১৯৯০ এর দশক পর্যন্ত রোমান্টিক প্রধান চরিত্রের অভিনয় করে গিয়েছেন ঋষি কাপুর। সেসময় তিনি বহু অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন। পুনম তাদের মধ্যে একজন।…