Reality Show Bengali Singer: দিদিমার কোলে গানের হাতেখড়ি,১৪ বছরেই সাফল্যের শিখরে,রিয়ালিটি শো জয় পটাশপুরের মেয়ের
East Medinipur News: মঞ্চে উঠলে অন্বেষাকে দেখে তার বয়স বোঝা যায় না। আত্মবিশ্বাসী ভঙ্গি সকলের নজর কেড়ে নেয়। তার কণ্ঠে থাকে গভীর আবেগ। প্রতিটি গানেই তা স্পষ্ট। অন্বেষা মহাপাত্র পটাশপুর, মদন মাইতি: ছোটবেলার স্মৃতিতে আজও জড়িয়ে রয়েছে দিদিমার গান। দিদিমার পাশে বসে গান শোনা ছিল তার সবচেয়ে প্রিয় সময়। সেই সুরের সঙ্গে নিজে নিজে গলা মেলানোর চেষ্টা করত সে। ধীরে ধীরে গানের প্রতি টান বাড়তে থাকে। দিদিমার কাছ থেকেই শুরু হয় গানের হাতেখড়ি। সেখান থেকেই তৈরি হয় তার স্বপ্নের…

