Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
ছাদ ফুটো, ল্যাব খাঁ খাঁ! ইউটিউব চালিয়ে ছাত্র পড়াচ্ছে গর্বের প্রেসিডেন্সি
ছাদ ফুটো, ল্যাব খাঁ খাঁ! ইউটিউব চালিয়ে ছাত্র পড়াচ্ছে গর্বের প্রেসিডেন্সি

কলকাতা: প্রেসিডেন্সির পড়ুয়ারা প্রতি বছরই ক্র্যাক করছে জ্যামের মতো বিভিন্ন কঠিন পরীক্ষা। টেক্কা দিচ্ছে বাংলা তথা দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে। কিন্তু সেই প্রেসিডেন্সিতেই বেশ কয়েকটি বিষয়ের জন্য ন্যুনতম প্রয়োজনীয় পরিকাঠামো নেই বলেই অভিযোগ উঠল। সায়েন্সের ল্যাবগুলির হাল বেশ শোচনীয় বলে জানাচ্ছে পড়ুয়ারা। কোনও ল্যাবে দরকারি কেমিক্য়াল নেই, তো কোনও ল্যাবে আবার ছাদ ফুটো। কিছুক্ষেত্রে ল্যাবে নেই সঠিক সুরক্ষা ব্যবস্থাও যার জন্য প্রাণের ঝুঁকিও হতে পারে। এই ব্যাপারে কর্তৃপক্ষকে জানিয়েও লাভ হচ্ছে না বলে অভিযোগ। ছাদ ফুটো, জলে ভাসছে চত্ত্বর…

Read More