UN on India Bharat Debate: নামে আসে যায়? ‘ইন্ডিয়া’ যদি হয় ‘ভারত’, রাষ্ট্রসংঘ সেটা মানবে তো…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কবি বলেছিলেন বটে, নামে কিবা আসে যায়, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে, নামে আসে যায়। কেননা, কেন্দ্রীয় সরকারের প্রস্তাব ‘ইন্ডিয়া-র বদলে এবার থেকে দেশের নাম লেখা হোক ভারত’ নিয়ে দেশ জুড়ে নানা বিতর্ক, আলোচনা, সমালোচনা। তবে এই আবহে রাষ্ট্রসংঘ জানিয়ে দিল, ভারতের তরফে যদি নাম বদলের কোনও প্রস্তাব আসে, তবে তারা সেটা বিবেচনা করে দেখবে। জি২০ সম্মেলনের নৈশভোজ অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে রাষ্ট্রপতিকে ‘প্রেসিডেন্ট অব ইন্ডিয়া’র বদলে ‘প্রেসিডেন্ট অব ভারত’ বলে উল্লেখ করা হয়েছিল। এই নিয়ে বিতর্ক…