Hindu Kush Himalaya Biosphere: হিমালয়ের এ অঞ্চলের জীববৈচিত্র বিপন্ন! প্রায় ৮ কোটি মানুষ কেন ভীত?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পৃথিবীর বিভিন্ন দিকে পরিবেশ-প্রকৃতি বিপন্ন হচ্ছে। বহুদিন ধরেই এটা ঘটছে। গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণেই অধিকাংশ জায়গায় এটা ঘটছে। পাশাপাশি রয়েছে দূষণের তীব্র মাত্রা। এবার হিন্দু কুশ পর্বতের বায়োস্ফিয়ারও যে বিপন্ন, সে কথাই ঘোষণা করে দেওয়া হল। হিন্দু কুশ পর্বতের পরিবেশ পৃথিবীর বায়োডাইভার্সিটি জোনগুলির অন্যতম। দ্য ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভলপমেন্ট’ (আইসিআইএমওডি) নেপালের কাঠমান্ডুতে ১৩০ জন গ্লোবাল এক্সপার্ট নিয়ে একটি বৈঠক ডেকেছিল। কোনও একটি অঞ্চলের জল ও খাদ্যসুরক্ষা, স্বাস্থ্য, বায়োডাইভার্সিটি এবং জলবায়ু পরিবর্তন কীভাবে পরস্পর…