Sun Engulf Earth: অচিরেই সূর্য গিলে খাবে পৃথিবীকে? মহাপ্রলয় কি সামনেই…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সূর্য যেন এক অগ্নিশর্মা গোলক। নিউক্লিয়ার ফিজিক্স মেনে সে দিন কাটাচ্ছে। পৃথিবীকে আলো দিয়ে, তাপ দিয়ে বাঁচিয়ে রেখেছে। কিন্তু সূর্য যে সব সময়েই মহানুভব হয়ে থেকে যাবে, তা তো নয়। সম্প্রতি জানা গিয়েছে, এর হাইড্রোজেন জ্বালানি শেষের পথে। এবারই তার মধ্যে নানা বিশৃঙ্খলা দেখা দেবে। তখন আর তার মধ্যে থাকবে না কোনও প্রাণদায়ী শক্তি। শুধু তাই নয়, শোনা যাচ্ছে, সূর্য নাকি গিলে খেতে পারে বুধ শুক্র এমনকি পৃথিবীকেও! রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল জার্নালে এই সম্পর্কিত একটি…

