নীলাভ বাদামি রঙের অপূর্ব সুন্দর গ্রহের ছবি পোস্ট করল নাসা, জানেন কী এটি?
দীর্ঘদিন ধরেই মহাকাশচর্চায় গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে নাসা (NASA)। এই সংস্থাটির নতুন নতুন অভিযানের ফলে প্রতিনিয়ত সামনে আসে মহাজগতের নানান আশ্চর্যকর বিষয়। তেমনই একটি মনমুগ্ধকর এবং আশ্চর্য ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছে নাসা। সেই ছবিটিতে বুধকে নীল ও বাদামি রঙের গোলকের মত দেখাচ্ছে। বুধকে খুব কাছ থেকে জানার জন্য নাসা প্রথম বুধে একটি মহাকাশযান পাঠিয়েছিল। সেই মহাকাশ যানটি পাঠিয়েছে এই আশ্চর্য জনক ছবিটি। সূর্যের সবচেয়ে কাছে থাকার জন্য বুধে কোনও স্যাটেলাইট পাঠানো খুব কঠিন একটি কাজ। সূর্যের থেকে দূরত্ব কম হওয়ার…




