Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
দেব-শুভশ্রী এক হতেই রাজ-রুক্মিণীকে নিয়ে মিমের বন্যা, ‘নোংরামি…’, মুখ খুললেন দেব
দেব-শুভশ্রী এক হতেই রাজ-রুক্মিণীকে নিয়ে মিমের বন্যা, ‘নোংরামি…’, মুখ খুললেন দেব

  ৪ অগস্ট ছিল ‘ধূমকেতু’র ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মঞ্চে প্রায় ১০ বছর পর এক সঙ্গে দেখা গিয়েছিল দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। তাঁদের গলায় কখনও ধরা পড়েছিল অভিমান, আবার দেব ফ্লার্টও করেন কখনও। সব শেষে তাঁরা একে-অপরের সঙ্গে নাচ করেন। তাঁদের এই অনুষ্ঠান ঘিরে তোলপাড় হয় স্যোশাল মিডিয়া। আর কটাক্ষের তীর ধেয়ে আসে দেবের প্রেমিকা রুক্মিণী মৈত্র ও শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তীর দিকে। যা মোটেও কাম্য ছিল না। এবার সেই ব্যক্তিগত আক্রমণ নিয়ে মুখ খুললেন দেব। রবিবার রানা…

Read More