এক ব্যক্তি পদ চান রাহুল, প্রথমেই ধাক্কা রাজস্থানে, গহলৌত সমর্থক ৯০ বিধায়ক ইস্তফা দিতে উদ্যত
জয়পুর: দলে এক ব্যক্তি এক পদ চালু করার পক্ষে রাহুল গাঁধী (Rahul Gandhi)। কিন্তু কংগ্রেসের অন্দরেই তা নিয়ে বিরোধিতা। সভাপতি নির্বাচনের আগে সেই অসন্তোষ প্রকট হল (Rajasthan Congress Crisis)। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে রাজস্থানে কংগ্রেসের সরকার টিকিয়ে রাখাই এখন দায় হয়ে দাঁড়িয়েছে। ৯০ জনের বিধায়ক ইস্তফা দিতে উদ্যত হয়েছেন। বিধাসভার স্পিকারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন তাঁরা। সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে অশোক গহলৌতের (Ashok Gehlot) জায়গায় সচিন পায়লটের (Sachin Pilot) নাম উঠে আসার পরই বিদ্রোহী হয়ে উঠেছেন রাজস্থানের কংগ্রেস বিধায়করা।…